কম্পিউটার পরিচালনায় বিভিন্ন সফটওয়্যারে আমাদের বিভিন্ন মেন্যু এবং অপশনের ব্যবহার করতে হয়। এই কাজগুলো মাউস দিয়ে করতে বেশ সময় লাগে। অপর দিকে কাজগুলো কিবোর্ড দিয়ে সহজেই দ্রুত করা যায়। অনেকে কিবোর্ড দিয়ে কাজ করতে পছন্দ করেন। তাদের জন্যই এই ধারাবাহিক টপিকটা চালু করলাম। যে কেউ এখানে পোস্ট করতে পারবে অর্থাৎ আপডেট করতে পারবে টপিকটা। আর কারো কোন শর্টকাট দরকার হলে তা এখানে জানাতে পারবেন.......
কম্পিউটার পরিচালনার সাধারণ কিছু শর্টকাটস
No comments:
Post a Comment