বিজয়ের জব্বার আংকেল ও অভ্র'র মেহেদী হাসান-এর মধ্যে বিরোধ মিটে গিয়েএকটি চুক্তি হয়েছে। আর সে চুক্তি অনুযায়ী অভ্র'র নতুন ভার্সনে ইউনিবিজয় কীবোর্ড লেআউটটি বাদ দেয়া হয়েছে। যারা ফোনেটিক ব্যবহার করেন তাদের ক্ষেত্র কোন সমস্যা না কিন্তু যারা বিজয়ের ব্যবহারকারী ছিলেন অভ্রতে শিফট করে একটি কমপর্টেবল লেআউট হিসাবে ইউনিবিজয়কে আকড়ে ধরেছিলেন তাদের জন্য এই লেআউটটি না থাকা মানে ব্লগিং ভুবনে অন্ধকারে পড়ে যাওয়া।
Sunday, September 26, 2010
নতুন অভ্র’তে ইউনিবিজয় ব্যবহার করবেন যেভাবে
লিনাক্স :: একটি শক্তিশালী অপারেটিং সিস্টেম
প্রাক কথনঃ
বিশ্বজুড়ে লিনাক্স নামের শক্তিশালী এবং বিশ্বস্ত এই অপারেটিং সিস্টেমটিকে যেভাবে সবাই গ্রহণ করে নিয়েছে তা সত্যিই বিস্ময়কর।
তারিখ দেখুন বাংলায়
আমরা সাধারণত ইংরেজী তারিখটাকে প্রাধান্য দিই। বাংলাটা নিয়ে তেমন কোন মাথাব্যথা নেই। কিন্তু মাঝে মাঝে বাংলা তারিখটা জানতে ইচ্ছে করে। বিশেষ করে নিজের জন্ম তারিখটা বাংলায় কত সেটা
Repair Transcend পেন ড্রাইভ (Software)
আপনার প্রিয় Transcend JetFlash USB flash drives টি নষ্ট হয়ে গেছে কিংবা ঠিক মত কাজ করে না , ডাটা রিড কিংবা রাইট করতে সমস্যা হয় । এ থেকে উত্তরন পেতে বা মেরামত করার জন্য এই সফট
পেনড্রাইভের জন্য ছোট্ট একটি টিপস
আসুন পেনড্রাইভের একটি ফিজিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করি।
আমরা পেনড্রাইভ পিসিতে কানেক্ট করার সাথে সাথে পিসি তার নটিফিকেশন দেখায় নিচের ডান কোণায়। এই নটিফিকেশনটা যত দ্রুত আসে ততই আপনার পেনডাইভটি ঝুকিঁ মুক্ত বা হার্ডওয়ারগত সমস্যা নেই বলে নিশ্চিত হতে পারেন। কিন্তু এমন যদি হয় যে পেনড্রাইভ লাগিয়ে রেখেছেনতো পিসি কোন সাড়া শব্দ দিচ্ছেনা।
আমরা পেনড্রাইভ পিসিতে কানেক্ট করার সাথে সাথে পিসি তার নটিফিকেশন দেখায় নিচের ডান কোণায়। এই নটিফিকেশনটা যত দ্রুত আসে ততই আপনার পেনডাইভটি ঝুকিঁ মুক্ত বা হার্ডওয়ারগত সমস্যা নেই বলে নিশ্চিত হতে পারেন। কিন্তু এমন যদি হয় যে পেনড্রাইভ লাগিয়ে রেখেছেনতো পিসি কোন সাড়া শব্দ দিচ্ছেনা।
"হ্যাং" হওয়ার সমস্যা থেকে মুক্তি চান?
অনেক সময় এমন হয় আপনি কম্পিউটারে কাজ করছেন দেখা গেল হঠাৎ করে কম্পিউটারের প্রোগ্রাম’টি থেমে গেছে কাজ করছে না। যাকে বলা হয় হ্যাং হয়ে যাওয়া। ম্যাসেজ দেখায় Not Responding তারপর আর কোন উপায় থাকে না বাধ্যতামূলক হ্যাং হওয়া প্রোগামটি বন্ধ করতেই হবে
Speed up internet speed
1-Go to run
2-type "system.ini"
2-type "system.ini"
ঘোলা ছবি পরিস্কার করুন কয়েক সেকেন্ডে!!!
আমরা প্রয়োজনে বা আপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে আমার আজকের পোষ্ট।
Yahoo messenger 'র কিছু টিপস্ n ট্রিকস
অনেকেরই জানা আছে। তারপরও
যাদের জানা নেই তাদের জন্য আমার
আজকের এই পোস্ট। তো আসুন দেখা
যাক টিপসগুলি আপনাদের কতটুকু
কাজে লাগে!
Subscribe to:
Posts (Atom)