admaya

পৃষ্ঠাসমূহ

Thursday, September 23, 2010

স্থায়ীভাবে হার্ডডিক্সের তথ্য মুছতে চাইলে

পুরোনো হার্ডডিক্স বিক্রি করতে চাইলে বা কাউকে দিতে চাইলে 

সাধারণত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য মুছে দেওয়া হয়। কিন্তু

হার্ডডিক্সের মুছে দেওয়া ফাইল যদি ডাটা রিকেভার করে উক্ত ব্যাক্তি

ব্যবহার করে তাহলে সেটা ক্ষতিকারক হতে পারে। সেক্ষেত্রে হার্ডডিক্স

হাতবদলের সময় স্পর্শকাতর ডাটা স্থায়ীভাবে মুছে ফেলা জরুরী।

সাধারণভাবে ফরম্যাট বা ডিলিট করলে রিকভার করার সুযোগ থাকে

কিন্তু ইরেসার সফটওয়্যার দ্বারা যদি কোন তথ্য মুছে দেওয়া হয়

তাহলে তা একাধিকবার ওভাররাইটিং হবে তথ্য স্থায়ীভাবে মুছে

যাবে। ফলে কোন ডাটা রিকভার সফটওয়্যার দ্বারা তা উদ্ধার করা

যাবে না। ৯.৩ মেগাবাইটের ওপেন সোর্স, পোর্টেবল, ফ্রি এই

সফটওয়্যারটি

http://sourceforge.net/projects/eraser/ বা 

http://eraser.heidi.ie/ 

থেকে ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers