দরকারী ওয়েবপেজ নির্দিষ্ট সময় পরপর রিলোড
কিছু কিছু ওয়েবসাইট বা ওয়েবপেজ আছে যেগুলো নির্দিষ্ট সময় পরপর রিলোড বা হালনাগাদ হলে ভাল হয়। এর মধ্যে চলতি কোন খেলার স্কোর, শেয়ার বাজারের নির্দিষ্ট ওয়েবপেজ ইত্যাদি। কিন্তু উক্ত সাইটে/পেজে যদি সয়ংক্রিয় রিলোডের ব্যবস্থা না থাকে তাহলে ব্রাউজারের মাধ্যমেও তা করা যায়। ফায়ারফক্স ব্রাউজারে ‘রিলোডএভরি’ নামের একটি এ্যাড-অন্স ব্যবহার করে পছন্দমত সময় অন্তর অন্তর পেজগুলোকে রিলোড করা যায়। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/115 বা ডেভেলপারের ওয়েবসাইট http://reloadevery.mozdev.org থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে ওয়েবপেজটি রিলোড করতে চান সেই ট্যাবে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Reload Every এ সময় নির্বাচন করে উপরে Enable এ ক্লিক করুন। রিলোড বন্ধ করতে চাইলে Reload Every>Enable এ ক্লিক করে টিক চিহ্ন তুলে দিলেই হবে। এছাড়াও সকল ট্যাবকেই রিলোড করতে চাইলে Reload Every> Enable All Tabs করলেই হবে। আর সকল ট্যাবকে রিলোড থেকে বাদ দিতে চাইলে Reload Every> Disable All Tabs করতে হবে।
এছাড়াও www.sitereloader.com সাইটের মাধ্যমে সকল ওয়েব ব্রাউজারে রিলোডের সুবিধা পাওয়া যায়।
No comments:
Post a Comment