আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি, সেটা ক্যাবল ব্রডব্যান্ড বা ওয়াইফাই বা ওয়াইম্যাক্স বা এজ মডেম কানেকশান হোক না কেন,মাঝে মাঝে নেটের কানেকশানের সমস্যা হয়ই।তো সেটা হয়তো বুঝতে সময় লাগে।তখন আপনাকে আই এস পি প্রদত্ত পিং দিয়ে রান এ চেক করতে হয়, যা একেক জনের একেকটা হয়ে থাকে।আমরা একটা ইউনিভার্সাল পিং এড্রেস দিব ping 8.8.4.4 -t
Run এ গিয়ে যদি আমরা এই পিং দিয়ে ওকে করি তাহলে দুই রকম রেজাল্ট আসবে
১. Reply From…………………………
২. Request not confirmed
যাদের নেট কানেকশান ঠিক আছে তারা ১ নাম্বার রেজাল্ট দেখতে পাবেন।
আর যাদের নেট কানেকশান ঠিক নাই/সমস্যা আছে তারা ২য়টি দেখতে পাবেন,
তো এখনি চেক করুন আপনার কানেকশানটি!!
No comments:
Post a Comment