ফেসবুকে একে একে হয়তো অনেক ছবির অ্যালবাম আপনি তৈরি করে ফেলেছেন। একেক অ্যালবামে বেশ কয়েকটি করে ছবিও রেখেছেন। কিন্তু এখন আপনি একসঙ্গে আর সেই ছবির অ্যালবাম কম্পিউটারে নামাতে পারছেন না, কিংবা আপনার কোনো বন্ধুর প্রোফাইল থেকে ছবির অ্যালবাম নামাতে চাইছেন কিন্তু একবারে তা আর পারছেন না। নামাতে গেলেই একটা একটা করে নামাতে হচ্ছে।