এলো গুগল অভিধান
অভিধান বা ডিকশনারি শব্দের সাথে আমরা সবাই পরিচিত।
অনলাইনে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার অভিধান রয়েছে। সবকিছুকে
ছাপিয়ে সমপ্রতি অবমুক্ত হলো গুগল অভিধান। বর্তমানে গুগলের
এই অভিধান ইংরেজীসহ ২৮টি ভাষাতে ব্যবহার করা যাবে। এই
সব ভাষা থেকে ইংরেজী এবং ইংরেজী ভাষা থেকে অনান্য ভাষাতে
শব্দের অনুবাদ জানা যাবে। সার্চের সাথে সাথে (Search
Dictionary বাটনে ক্লিক করলে) শব্দের অর্থতো আসবেই সাথে
অডিও (উচ্চরণ), সমজাতীয় শব্দসমষ্টি (Related phrases)
এর অর্থ এবং লিংক, অন্য কোন ভাষাতে শব্দের আছে কি না
(যদি থাকে), প্রতিশব্দ, পদ (Part of Speech), ছবি (যদি
থাকে) এবং ওয়েব সংজ্ঞা (Web definitions) ইত্যাদি দেখা
যাবে। আর গুগল একাউন্টে লগইন অবস্থায় অভিধানে সার্চ করলে
হিস্টোরিতে সার্চ করা শব্দগুলো সংরক্ষিত থাকবে এবং পছন্দের
শব্দগুলোকে তারকা চিহ্নিত করে রাখা যাবে।
আশার কথা হচ্ছে গুগল অনুবাদে (Google Translator) বাংলা ভাষা না
থাকলেও গুগল অভিধানে বাংলা ভাষা যুক্ত হয়েছে। ফলে বাংলা ভাষাভাষিদের জন্য
বেশ কাজে দেবে। আর এসব ফলাফল দেখাবে ইউনিকোডে। সাইটির ঠিকানা
হচ্ছে www.google.com/dictionary।
যাদের কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করা নেই তারা বাংলা
ফলাফল দেখতে পারবেন না। তারা কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার
করার পদ্ধতিhttp://unicodehelpcenter.blogspot.com থেকে জেনে
নিতে পারেন।
No comments:
Post a Comment