যতই দিন এগোচ্ছে মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। মোবাইল ফোন ছাড়া আজ আমাদের জীবন কল্পনাও করা যায়না। আর এ কারনেই মোবাইল ফোন আজ শুধু কথা বলা বা মেসেজ আদান প্রদানের মাঝেই সীমাবদ্ধ নেই।
নতুন সব বিস্ময় আর প্রযুক্তির কল্যানে
এখন তা আরো অনেক কাজে ব্যবহৃত হচ্ছে এমনকি দিন দিন তা একটি কম্পিউটারেরও বিকল্প হয়ে উঠছে। আর এই প্রযুক্তিকে মানুষের কল্যানে সর্বোচ্চ ব্যবহার করতেই তৈরি হচ্ছে শত শত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। আর এজন্য কোন অর্থও ব্যয় করতে হয়না কারন দৈনন্দিন জীবনে যেসব অ্যাপ্লিকেশন কাজে লাগে তার বেশির ভাগই বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। আজ এমনই ৫টি অসাধারণ ফ্রি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাচ্ছি।
নিঃসন্দেহে বর্তমান অ্যাপ্লিকেশনের জগতে সর্বাধিক ব্যবহৃত সফটওয়্যার হল অপেরামিনি। এটি একটি মোবাইল ব্রাউজার। অপেরামিনি যে কোন মোবাইল ব্রাউজার থেকে দ্রুত গতিতে কাজ করতে পারে। অসাধারন সব সুযোগ সুবিধাসহ এই ব্রাউজার সবার মন জয় করে নিয়েছে। ফ্রি ব্রাউজারগুলোর মাঝে অপেরামিনিই প্রথমবারের মত মোবাইলে টেক্সট কপি করার সুবিধা নিয়ে আসে। এর আগে অবশ্য অপেরারই তৈরি অপেরা মোবাইলও টেক্সট কপি করার সুবিধা নিয়ে এসেছিল তবে অপেরা মোবাইলের সম্পূর্ন ভার্সনটি ফ্রি নয়। তাছাড়া অপেরামিনি ৫-এ যুক্ত করা হয় একটি নতুন ডাউনলোড ম্যানেজার যা এটিকে অপেরামিনির পূর্বের ভার্সনগুলো মাঝে অন্যতম করে তুলেছে। কোন পৃষ্ঠা ওপেন করার সময় অপেরামিনি সেটিকে কম্প্রেসড করে নেয় ফলে পৃষ্ঠাটি ওপেন হতে খুবই কম সময় নেয়। তাছা ছবির কোয়ালিটি, টেক্সেটের সাইজ ইত্যাদি ছোট-বড় করেও আপনি ব্রাউজারটি নিয়ন্ত্রন করে নিতে পারবেন। এর ভিজুয়াল এফেক্টও বেশ আকর্ষণীয়। তাছাড়া বুকমার্ক এবং পৃষ্ঠা সংরক্ষণ করার মত সাধারন সুযোগ-সুবিধাগুলো তো রয়েছেই সাথে রয়েছে বাংলা এবং যে কোন ভাষা দেখারও সুবিধা। বলা বাহুল্য, যে সকল সেটে বাংলা ফন্ট নেই বা সাপোর্ট করেনা সেসব সেটে বাংলা বা যে কোন ফন্ট দেখার সুবিধা একমাত্র অপেরামিনিই। এজন্য এড্রেস বারে যেয়ে লিখুন about:config বা opera:config কিংবা config: এর যে কোনটিই কাজ করবে। এবার এন্টার করুন। যে পৃষ্ঠাটি আসবে তার একেবারে শেষে যেয়ে দেখতে পাবেন “Use bitmap fonts for complex scripts” নামের একটি অপশন আছে। সেটি সাধারনত No দেয়া থকে, পরিবর্তন করে “Yes” দিয়ে দিন। এবার Save- করে অপেরামিনি ব্রাউজার দিয়ে যে কোন বাংলা পৃষ্ঠাতে যেয়ে দেখুন বাংলা লেখা আসছে। বলা যায় যে বর্তমানে অপেরামিনির কাছাকাছি তেমন কোন প্রতিদ্বন্দী নেই তবে ধারনা করা হচ্ছে যে মজিলা ফায়ারফক্সের ফেনেকই হবে এর মূল প্রতিদ্বন্দী যা বর্তমানে শুধুমাত্র অ্যানড্রয়েড চালিত ফোনের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু কবে নাগাদ সকল ফোনের জন্য আনা হবে তা এখনও জানা যায়নি। সম্প্রতি অপেরামিনি আইফোনে ব্যবহার উপযোগী করেও তৈরি করা হয়েছে। আপনার মোবাইল থেকে সরাসরি
http://mini.opera.com-এ যেয়েই অপেরামিনি ইন্সটল করে নিতে পারেন।
নামটা কিছুটা অপরিচিত হলেও কার্যকারিতার দিক দিয়ে এটি কোন অংশে অপেরামিনির থেকে কম নয়। ওপেন সোর্সড ব্রাউজারগুলোর মাঝে অন্যতম এই ব্রাউজারে অপেরামিনির প্রায় সব গুণই রয়েছে শুধুমাত্র ফন্ট সাপোর্ট ছাড়া। এর অন্যতম বৈশিষ্ট হল এর শক্তিশালী ডাউনলোড ম্যানেজার যা আমার ব্যবহার করা মোবাইলের ডাউনলোড ম্যানেজারগুলোর মাঝে সবচেয়ে দ্রুততম।
ব্রাউজারটিতে থিম পরিবর্তন করারও ব্যবস্থা রয়েছে। আপনি আপনার ব্যক্তিত্বের সাথে মানিয়ে থিম সাজিয়ে নিতে পারবেন। সবশেষে এর ডাউনলোড ম্যানেজারটির কারনেই আমি ব্রাউজারটিকে এগিয়ে রাখছি। আপনি আপনার মোবাইলে থেকে সরাসরি
http://wap.ucweb.com-এ যেয়ে আপনার ফোনের মডেল বাছাই করেই ডাউনলোড করে নিতে পারেন ইউসি ব্রাউজারের যে কোন ভার্সন।
বোল্ট ব্রাউজার মোবাইল ফোনে সম্পূর্ন ওয়েবসাইট দেখার একটি অন্যতম ব্রাউজার। এটি মূলত কম্পিউটারের মত সম্পূর্ন ওয়েবসাইটগুলো
দেখার জন্যই তৈরি করা হয়েছে। এর অন্যতম বৈশিষ্ট হল এর ভিডিও স্ট্রিমিং। সাধারনত মোবাইলের ব্রাউজারগুলোতে সম্পূর্ন সাইটগুলোর ভিডিও দেখার সুবিধা থাকেনা। থাকলেও তা মোবাইলে থাক ব্রাউজারের মাধ্যমে দেখা যায় কিন্তু বোল্টের মাধ্যমে কম্পিউটারের মতই ওয়েবপেইজেই ভিডিও দেখেতে পারবেন এবং চাইলে ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করে স্ট্রিমিং এর গতিও বাড়িয়ে নিতে পারবেন। মোটকথা ভিডিও স্ট্রিমিং এর জন্য বোল্ট একটি চমৎকার ব্রাউজার। তাছাড়া কোন ফাইল ডাউনলোড করতেও বোল্ট বেশ কম সময় নেয়। বোল্ট ইন্সটল করুন এখান থেকে:
http://www.boltbrowser.com
গুগল ল্যাটিচিউট গুগলেন সারা জাগানো মোবাইলে অ্যাপ্লিকেশনগুলোর মাঝে অন্যতম। এটি গুগল ম্যাপসের মোবাইল ভার্সনের একটি অন্যতম অ্যাপ্লিকেশন। গুগল ল্যাটিচিউট এর মাধ্যমে আপনি সারা বিশ্বের যে কোন বন্ধুকে জানিয়ে দিতে পারেন আপনার সঠিক অবস্থান। গুগল ল্যাটিচিউট এর সুবিধা পেতে আপনার মোবাইল থেকে
http://m.google.com/latitude-এ যেয়ে গুগল ম্যাপস ডাউনলোড করে নিন।
ইন্টারনেটের মাধ্যমে ভয়েস চ্যাট করার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার স্কাইপ সম্পর্কে সবারই জানা আছে আর এখন স্কাইপ পাচ্ছেন আপনার হাতের মুঠোতেই। চ্যাট করা সহ স্কাইপের মোবইল ভার্সনের সাহয্যে স্কাইপের প্রায় সকল সুবিধাই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপলিকেশনটি ইন্সটল করেই। এজন্য আপনার মোবাইলের বিল্ট-ইন ব্রাউজারের সাহায্যে
http://m.skype.com -এ যেয়ে ইন্সটল করে নিন। লক্ষ্য রাখবেন আপনার মোবাইলের বিল্ট-ইন ব্রাউজার দিয়েই সাইটটিতে প্রবেশ করতে হবে। অপেরামিনি অথবা অন্য কোন থার্ড পার্টি অ্যাপলিকেশনের সাহা্যে সাইটটিতে প্রবেশ করলে আপনার ফোনটিকে আনসাপোর্টেড ফোন হিসেবে বিবেচনা করা হবে ফলে ইন্সটলের অপশনটি আর আসবেনা।
No comments:
Post a Comment