admaya

পৃষ্ঠাসমূহ

Friday, October 22, 2010

মুঠোফোনে ইন্টারনেটের ব্যবহার opera mini

যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত তাদের অনেকেরই হয়তো কাজে আসবে না পোস্টটি, তবে নতুনদের জন্য সহায়ক হবে বলে ধারণা।
Opera Mini: অত্যন্ত জনপ্রিয় এই মোবাইল Web ব্রাউজারটিকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছ নেই। আমরা যারা বাংলাদেশে একদম প্রথম থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছি তাদের সাথে অপেরা মিনির সখ্যতা অনেকদিনের। নিচে Opera Mini এর কিছু ফিচার তুলে ধরা হলো:

১. যে কোন পেইজ আপনার অপেরা মিনিতে আসার আগে অপেরা মিনির নির্দিষ্ট Proxy Server থেকে Processed ও Compressed হয়ে আসে। আর তাই খুব অল্প যেটা ট্রান্সফারের মাধ্যমে আপনি ঐ নির্দিষ্ট ওয়েবপেইজটি ব্রাউজ করতে পারেন।

২. সব ধরনের ওয়েবসাইট/ওয়েবপেইজ সাপোর্ট করে।

৩. সাধারন ওয়েব ব্রাউজারের তুলনায় খরচ অনেক কম!

৪. ভিন্ন ভাষার ইউনিকোড ফন্ট সাপোর্ট (সরাসরি নয়, বিটম্যাপ ফন্ট ব্যবহারের মাধ্যমে)

৫. ফাইল আপলোড করার ক্ষমতা! (শুধু মাত্র অপেরা মিনি ৪ বা তার পরের ভার্শনগুলোয়)

৬. RSS সাপোর্ট।

৭. Mobile, Desktop ও Landscape view

৮. অপেরার পিসি ভার্শন অথবা অন্য অপেরা মিনি সাথে Bookmark Synchronize করার সুবিধা।

৯. আকর্ষনীয় ও পরিবর্তনযোগ্য থিম।




যেসব ফোনে কাজ করে: যে কোন ফোন যা জাভা এ্যাপ্লিকেশন সাপোর্ট করে।

ব্লগ ও বিভিন্ন ফোরামের মাধ্যমে এখন প্রায় সবারই জানার কথা যে অপেরা মিনির মাধ্যমে যে কোন ইউনিকোড বেইজড বাংলা ওয়েবসাইট মোবাইলে দেখা সম্ভব। এ জন্য আপনার অপেরা মিনির এ্যাড্রেস বারে about:config লিখুন। এবারে Power-User settings উইন্ডোটি খুললে Use bitmap fonts for complex scripts অপশনে Yes দিন। Save নামে একটি বাটন পাবেন, সেটিতে চাপ দিন। ব্যস! এবারে বাংলা দেখতে পারবেন আরামে।


* বিঃ দ্রঃ Bitmap Font ব্যবহার করে বাংলা বা অন্য কোন ভাষা দেখার কারনে Data Usage অনেক বেশি হয় বিধায় Pay-as-you-go প্যাকেজের গ্রাহক অর্থাৎ কিনা যারা প্রতি কিলোবাইটের হিসেবে টাকা দেন তাদের খরচ অনেক বেড়ে যাবে। আর তাই শুধুমাত্র আনলিমিটেড প্যাকেজ ব্যবহারকারীদেরকেই Bitmap Font নিয়মিতভাবে ব্যবহারের জন্য উৎসাহিত করছি।

ডাউনলোড: আপনার মোবাইলের ওয়েব ব্রাউজার থেকে http://mini.opera.com/অথবা চাইলেhttp://www.opera.com/mini/download/লিংকে গিয়ে পিসিতে ডাউনলোড করে তারপর মোবাইলে Install করতে পারেন।


1 comment:

  1. Write Bangla On Mobile এপ্লিকেশান টি দিয়ে যে কোন মোবাইল ফোন থেকেই বাংলা লিখুন অভ্র ফোনেটিক পদ্ধতিতে সাথে রয়েছে ১ ক্লিকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা ...
    http://m.websolutionbd.net/
    For some Rules And Keymap see this:
    http://m.websolutionbd.net/keymap.php
    For more info And FAQ see this:
    http://m.websolutionbd.net/faq/index.php
    ....................................
    আর "OPERA MINI" অথবা “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
    ....................................
    স্ক্রীন শট দেখুনঃ
    http://prothom-aloblog.com/img/uploads/a771ef601225905bf0de68382cf18646.jpg
    ....................................
    কিভাবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?
    স্টেপ ১ :
    http://m.websolutionbd.net/
    এই এপ্প্লিকেশন এ যান...

    স্টেপ ২ :
    তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে...
    দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
    এলাউ করুন....
    (***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)

    স্টেপ ৩ :
    তারপর "Banglish Input Box" এ যা লিখার লিখে...
    "Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...
    ....................................
    স্ক্রীন শট দেখুনঃ
    http://prothom-aloblog.com/img/uploads/fbc26e6ef664681c130a01dae0bd8074.jpg
    ....................................
    রূপান্তর করা বাংলা লেখা টি "Bangla Output Box" এ চলে আসবে...
    (**এখন রূপান্তরিত বাংলা লেখাটি "OPERA MINI" অথবা “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে যেকোন ওয়েব / ওয়াপ সাইটে ব্যাবহার করুন…।।**)

    স্টেপ ৪ :
    "Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে... আপনি হয়তোবা বাংলার পরিবর্তে "Bangla Output Box" এ "▯▯▯▯▯▯▯▯" এমন কিছু দেখতে পাবেন...
    সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে ভুল বানান ঠিক করার জন্য ব্যাবহার করুন "Check Spelling Before Post" বাটন টি...
    ....................................
    স্ক্রীন শট দেখুনঃ
    http://prothom-aloblog.com/img/uploads/d8417c4320c65920c64332addbdde2d0.jpg
    ....................................
    এই বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে "Bangla Output Box" এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন...

    স্টেপ ৫ :
    এবার "Post FB Status To Your Wall" এ ক্লিক করুন...
    ....................................
    স্ক্রীন শট দেখুনঃ
    http://prothom-aloblog.com/img/uploads/cfe33d1aea12de252cc6046174c57f01.jpg
    ....................................
    ব্যাস হয়ে গেল...

    তারপর ও কোন সমস্যা থাকলে আমাদের ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এবং সমস্যা সম্পর্কে আমাদের জানান...
    http://www.facebook.com/WriteBanglaViaMobile

    ReplyDelete

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers