admaya

পৃষ্ঠাসমূহ

Friday, October 22, 2010

অসাধারন একটি আনইন্সটলারঃ রেভো আনইন্সটলার

আজকে আপনাদের জন্য যেই সফটওয়্যার টি নিয়ে কথা বলবো, তা হচ্ছে রেভো আনইন্সটলার ।
আমাদের অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ইন্সটল করতে হয় কম্পিউটার এ। আবার কাজ শেষে মুছে ফেলি। কিন্তু উইন্ডোজ এর ডিফল্ট আনইন্সটলার সমস্ত সফটওয়্যার এবং রেজিস্ট্রি এন্ট্রি মুছতে পারে না। আর আর এই সকল ফাইল মুছতে বাজারে বেশ কিছু আনইন্সটলার পাওয়া যায়। এমনি একটি সফটওয়্যার রেভো আনন্সটলার।
সফটওয়্যার টির দুটি ভার্সন আছে, একটি প্রফেশোনাল এবং অপরটি ফ্রী-ওয়ার। যদি আপনি শুধু মাত্র আনন্সটলেশন এর জন্য সফটওয়্যার খোজেন, আমার মতে (শুধু মাত্র আমার মতেই নয়, অনেকের মতেই) রেভো আনন্সটলার ফ্রী-ওয়ার টি আপনার জন্য বেস্ট (প্রফেশোনাল ভার্সন টির জন্য আপনাকে টাকা খরচ করতে হবে)
রেভো আনন্সটলার ফ্রী-ওয়ার টি আপনাকে নিচের Features গুলো অফার করছে;
১। স্ট্যান্ডার্ড আনন্সটলেশন এর পরে আনন্সটল সফটওয়্যার টির লেফট ওভার ফাইল খুজে মুছে ফেলে।
২। ৮ টি প্রফেশোনাল ক্লিনিং টুলস ব্যবহার করে ফাইল রিমুভ করে।
৩। ফ্রী প্রফেশোনাল টেকনিকেল সাপোর্ট।
৪। হান্টার মুড এ আপনি যেকনো সফটওয়্যার এর সর্টকাট থেকেই সফটওয়্যার টিকে আনন্সটল করে দিতে পারবেন।
সফটওয়্যার টি ডাউনলোড করেতে নিচের লিংক টি কে ব্যবহার করূন;
http://www.revouninstaller.com/revo_uninstaller_free_download.html
এছাড়াও আপনি চাইলে রেভো আনন্সটলারের পোর্টেবল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন এই লিংক থেকে
http://www.revouninstaller.com/download/revouninstaller.zip

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers