সম্প্রতি ইন্টারনেট সার্চ ইঞ্জিন আস্ক জিভস গত দশকের সেরা ১০ ‘অনুত্তরযোগ্য’ প্রশ্নের তালিকা তৈরি করেছে। করতে ২০০০ সাল থেকে এই সার্চ ইঞ্জিনে ১.১ বিলিয়ন বার খোঁজ তালিকা থেকেই এই প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
সার্চ ইঞ্জিনটির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সাইটটি ‘আনআনসারেবল’ নামে একটি পেজ চালু করেছিলো যাতে সবচেয়ে কঠিন প্রশ্নগুলো আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, আস্ক জিভস ব্যবহারকরিরা সার্চ ছাড়াও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পান।
জানা গেছে, অনুত্তরযোগ্য সেরা ১০ প্রশ্নের তালিকায় প্রথম স্থানেই আছে, জীবনের অর্থ কি? এই প্রশ্নটি। এ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য প্রশ্নগুলো হলো, ঈশ্বর কি আছেন?, ব্লন্ডরা কি বেশি মজা করে?, সেরা ডায়েট কোনটি?, বাইরে কি কেউ আছে?, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে?, ভালোবাসা কি?, সুখের গোপন সূত্র কি? টনি সোপরানো কি মরেছিলো? এবং আমি কতোদিন বাঁচবো?
উল্লেখ্য, টনি সোপরানো যুক্তনাষ্ট্রের টিভি নাটক দ্যা সোপরানোর বিখ্যাত চরিত্র।
Friday, October 22, 2010
ইন্টারনেটে উত্তর না মেলা সেরা ১০ প্রশ্ন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment