Video Editing টিউটোরিয়াল

windows movie maker


দেখুন নিচের ছবির মত Collections এ আপনার সিলেক্ট করা ছবিগুলো এসেছে। এবার একদম নিচে দেখুন মাউস দিয়ে ড্রাগ করে টেনে টাইম লাইনের ছবির জন্য নির্ধারিত স্থানে ছবি নিয়ে এসেছি। আপনার যেটা প্রথমে বসাতে হবে সেটাকে প্রথমে এনে ছেড়ে দিতে হবে। টাইম লাইনের যেখানেই ছাড়ুন তা পর্যায়ক্রমে বসবে

তাই সিরিয়ালটা আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে। কাজের সময়ই বুঝতে    পারবেন।                                                                    
Video Editing টিউটোরিয়াল

windows movie maker
দুটো ছবির মাঝে ছোট ছোট ঘরগুলো হচ্ছে Effects বসানোর জন্য। ছবিতে উপরে মার্ক করা ড্রপডাউন লিস্ট থেকে Video Transitions সিলেক্ট করলে Effects গুলো প্রদর্শিত হবে। এবার আপনার ইচ্ছে মত ছোট ঘর গুলোতে টেনে টেনে বসান। 
Play করে দেখুন। স্লো চলছে তাই না ? ছবির সময় কাল কমাতে হবে। তার জন্য টাইম লাইনে ছবিকে সংকুচিত করতে হবে।                                                                   Video Editing টিউটোরিয়াল 




windows movie maker
নিচের ছবিতে মার্ক করা স্থানে ক্লিক করে Time line এর স্থানে Show Storyboard নিয়ে আসতে হবে এবং বাম পাশে zoom+ দিয়ে টাইম লাইন বড় করতে হবে। ছবির শেষ প্রান্তে মাউস নিয়ে গেলে ছবির মত লাল আসবে এবং তখন মাউস চেপে রেখে ছবিকে মডিফাই করা যাবে। আমরা এখানে সংকোচিত করবো।        এভাবে সবগুলো ছবির লেন্থ ছোট করবো এবং ৩ থেকে ৪ সেকেন্ড এ রাখবো             Video Editing টিউটোরিয়াল 




windows movie makerএবার একটি অডিও ফাইল Import করুন।
প্রথমের নিয়মে এবং তা ড্রাগ করে ছবিতে প্রদর্শিত স্থানে বসিয়ে দেন।
অডিও এর লেন্থ ভিডিওর সমান করে দেন।
                                      Play করে একবার trial দিতে পারেন                                                             Video Editing টিউটোরিয়াল 




windows movie maker



এবার Movie File এ সেভ করার পালা। নিচের চিত্র অনুস্মরণ করুন।
File এ গিয়ে Save Movie File.
                                                                                                   এই হল মোটামোটি 'windows movie maker' soft'র Image Slide Show ব্যবহার পর্ব।
পরবর্তী পর্বে আমরা 'Ulead Video Studio-11' দেখব। windows movie maker 'র ব্যবহার ভালভাবে রপ্ত করতে পারলে Ulead এ Video Editing 'র কাজ সহজেই করা যাবে ইনশা-আল্লাহ                                  Part-2


Video Editing টিউটোরিয়াল
Ulead Video Studio-11

Ulead Video Studio-11 দিয়ে ভিডিও থেকে অডিও আলাদা এবং অন্য অডিও সংযোজন করা খুবই সহজ। মাঝেমাঝে আমাদের অনেকেরই এটা করার প্রয়োজন হয়।

ছোট খন্ড Video clip একত্রিত করার জন্যও Ulead খুব কাজের। অনেক দোকানে এটা দিয়ে তাদের ক্যাপচার করা ভিডিও এডিট করে থাকে।

প্রথমে Ulead Video Studio-11 download করে,
ইনস্টল করে নেই এবং ওপেন করি।