শেয়ারিং হোষ্ট ডাউনলোড এর কায়দা কানুনঃ
ডাউনলোড শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমারা সাধারনত ২ ধরনের ডাউনলোড এর কথা জানি। যথা –১. Rapidshare/ Direct/ Sharing host download
২. Torrent download
এর বাইরেও কিছু থাকতে পারে। থাকলে বন্ধুরা জানিয়ে দিলে খুশি হব। এখন ডিটেইলসে আসি।
১. শেয়ারিং হোষ্ট ডাউনলোড
Rapidshare, Megaupload, Mediafire, Hotfile, Megashare, 4shared…..
[আরো অনেক আছে] এদের নাম আমরা মোটামুটি সবাই জানি। এসব হোষ্ট থেকে মুভি থেকে শুরু করে অডিও গান, পাইরেটেড স্যাফটওয়্যার- কি না পাওয়া যায়!!
এদের মধ্যে Rapidshare আর Hotfile শেয়ার করা ফাইল এর সংখ্যা বেশি। কিন্তু দুটো হোষ্ট থেকেই টাকা দিয়ে আকাউন্ট না কিনে ডাউনলোড করতে গেলে বিশাল হাঙ্গামা। লম্বা টাইম ওয়েট করিয়ে বলবে ERROR! ডাউনলোড resume করতে দিবে না। আমাদের দেশের বিদ্যুতের যে হালত তাতে resume না করতে পারলে কিছুই ডাউনলোড করতে পারা যায় না। ২০০মেগা ফাইল ১৯৫মেগা নামানোর পর বিদ্যুৎ নাই, মানে পুরাটাই মাঠে মারা। এজন্য–
ক. এমন হোষ্ট থেকে ফাইল নামাতে হবে যেখানে অহেতুক টাইম ওয়েট করায় না।
খ. Resume করেতে দিবে, ফলে বিদ্যুৎ চলে গেলেও ক্ষতি পূনঃরুদ্ধার সম্ভব।
কথা হল এমন সুবিধা কোন হোষ্ট দেয়?
Mediafire, Megashare এ দুইটা পুরাই free। Megaupload আর 4shared একটু ওয়েট করালেও বেশ ভালো সর্ভিস দেয়।
তবে যেখান থেকেই ডাউনলোড করেন না কেন, Download software লাগবে। ব্যবহার করতে পারেন যেমন-
১. JDownloader (এটা দিয়ে আগে Meadiafire file download করা যেত, এখন যায় না )
তবে Megaupload, Hotfile, Rapidshare এর জন্য এটা বেশ কার্যকরী।
২. MIPONY একটা ফাটাফাটি software যেটা ১০০% time resume করতে দিবে। এজন্য অনেকের পছন্দের তালিকায় ১নং MIPONY. Mediafire আর Megashare যেকোনো ভাবেই হোক resume করতে দিবে।
৩. IDM চমৎকার software তবে কিনে ব্যবহার করতে হয়। crack দিয়ে চালানোর সুযোগ আছে। Youtube থেকে file নামানোর জন্য বেশী জনপ্রিয়। ছোট ফাইল এর জন্য ভাল, অন্তত DAP এর চেয়ে অনেক ভাল। এক নজরে—
১. ডাউনলোড লিংকটি নিয়ে আপনার install করা software টিতে দিন। বা লিংক grabber অন থাকলে নিজে নিজেই লিংক নিয়ে নিবে।
২. শুরু করুন পুরোদমে ডাউনলোড।
**যদি নিতান্তই Rapidshare /Hotfile থেকে কোন ফাইল ডাউনলোডের প্রয়োজন হয় তবে এই Premium account generator[ Rapid8 ] টা ব্যবহার করতে পারেন। মনে রাখা ভাল Free জিনিষের সব সময়ই কিছু না কিছু অসুবিধা থাকে।
No comments:
Post a Comment