আমাদের প্রিয় পিসিটা প্রয়োজনের সময় চালু করতে গিয়ে অনেকেই বিরক্ত হই! চালু হতে গিয়ে রাজ্যের সময় নেয়! কি করা?
ছোট্ট একটা Task সেরে নিলে অনেকেই বিলম্বজনিত বিড়ম্বনা থেকে কিছুটা রেহাই পাওয়ার আশা করতে পারেন।
স্বাভাবিকভাবে পিসি কতটা দ্রুত চালু হবে সেটা নির্ভর করে প্রোসেসর, Ram এবং সিস্টেমের উপর।
Upgrade machine যাদের তাদের কথা বাদ দিয়ে যাদের মেশিন একটু পুরনো তাদের জন্যই এই টিপসে কিছুটা কার্যকরী সুবিধা আশা করা যায়! ১। Start > Run এ ক্লিক করুন ।
২। Regedit লিখুন এবং Ok করুন।
৩। এখন HKEY_LOACAL_MECHINE\ SYSTEM\ CurrentControlSet\ Control থেকে ContentIndex তে ক্লিক করুন।
৪। Startup Delay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুন।
৫। এখন Decimal এ ক্লিক করুন।
৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিন।
৭। এখন Registery Editor বন্ধ করে পিসি Restart করুন।
ব্যাস আপনার কাজ কমপ্লিট…
No comments:
Post a Comment