admaya

পৃষ্ঠাসমূহ

Friday, September 10, 2010

রিকুভা দ্বারা মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাসের কারণে, অসাবধানে বা অন্য কোন কারণে ফাইল মুছে যেতে পারে। কিন্ত এই মুছে যাওয়া ফাইল যদি দরকার পরে তাহলে তা আবার ফিরিয়ে আনতে হয়। মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা যায় সিস্টেম রিস্টোর করে বা কোন ফাইল রিকভারি সফটওয়্যারের সাহায্যে। ফাইল রিকভারি সফটওয়্যারগুলোর মধ্যে দারুন একটি ফ্রি সফটওয়্যার হচ্ছে রিকুভা। ৪ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল পুনউদ্ধার করা যায়। সফটওয়্যারটি www.piriform.com/recuva থেকে ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি ইনস্টল করার পরে চালু করুন। এবার নির্দিষ্ট ড্রাইভ (প্রয়োজনে নির্দিষ্ট ফাইল ক্যাটাগরি) নির্বাচন করে Scan বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে মুছে যাওয়া ফাইলগুলো দেখাবে। এবার যে যে ফাইলগুলো উদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে ডানে Recover বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে Ok করুন।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers