admaya

পৃষ্ঠাসমূহ

Sunday, September 26, 2010

পেনড্রাইভের জন্য ছোট্ট একটি টিপস

আসুন পেনড্রাইভের একটি ফিজিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করি।
আমরা পেনড্রাইভ পিসিতে কানেক্ট করার সাথে সাথে পিসি তার নটিফিকেশন দেখায় নিচের ডান কোণায়। এই নটিফিকেশনটা যত দ্রুত আসে ততই আপনার পেনডাইভটি ঝুকিঁ মুক্ত বা হার্ডওয়ারগত সমস্যা নেই বলে নিশ্চিত হতে পারেন। কিন্তু এমন যদি হয় যে পেনড্রাইভ লাগিয়ে রেখেছেনতো পিসি কোন সাড়া শব্দ দিচ্ছেনা। অনেক অপেক্ষার পর সাড়া দিল। তাহলে আপনার কপালে দুঃখ আছে! এ সমস্যায় পড়লে নতুন বাজেটের পরিকল্পনা করতে পারেন।
তবে কিছু কাজ করে দেখতে পারেন। ভাগ্য ভাল থাকলে বাজেটটা পরেও করতে হতে পারে। এ জন্য নিম্মের কাজ গুলো করে দেখতে পারেন
১। পেনড্রাইভ কানেক্ট করুন।
পিসিতে কানেক্ট হওয়ার পর কমান্ড প্রম্পটে যান।
ধরে নিলাম আপনার পেনড্রাইভটি h ড্রাইভ।
এবার chkdsk /h (h আপনার পেনড্রাইভ )লেখে এন্টার দিন।
Yes/No চাইলে y লেখে এন্টার দিন।
না চাইলে দরকার নেই।
কয়েকবার করুন।

২।পেনড্রাইভে রাইট বাটন করে প্রোপার্টিজে যান।
তারপর Tools>Check Now।
এখন Start দিন এবং শেষ হলে Ok দিন।
এবার Scan for and attempt recovery of bad sector চেক মার্ক দিয়ে Start দিন এবং শেষ হলে অকে দিন।
এর পর Automatically fix file system errors তে চেক মার্ক দিন এবং পূর্বের মত করুন।
এবার দুটোতেই চেক মার্ক দিন Start দিন এবং শেষ হলে Ok দিন, অর্থাৎ চার পর্যায়ে কাজ করুন।
এভাবে কাজটি কয়েকবার করুন।

৩। ১নং কাজটি আবার করুন।

এখন পিসি থেকে পেনড্রাইভ সেফলি রিমুভ করে আবার দিন। আগের অবস্থায় থাকলে ১,২,৩ কাজগুলো আবার করুন। আশা হারাবেন না।আপনার পেনড্রাইভের ৮০% সুফল বয়ে আনবে কাজগুলো। শুধু তাইনা, মাঝে মাঝে আপনার পেনড্রাইভের সুরক্ষার জন্য কাজগুলো আপনাকে করতে হবে। আর পেনড্রাইভের সুরক্ষার জন্য একটু সতর্ক হোন।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers