তারিখ দেখুন বাংলায়
আমরা সাধারণত ইংরেজী তারিখটাকে প্রাধান্য দিই। বাংলাটা নিয়ে তেমন কোন মাথাব্যথা নেই। কিন্তু মাঝে মাঝে বাংলা তারিখটা জানতে ইচ্ছে করে। বিশেষ করে নিজের জন্ম তারিখটা বাংলায় কত সেটা জানার আগ্রহ ছিল অনেক। কিন্তু করার কিছু নেই। এত আগের তারিখ জানব কিভাবে ? ক্যালেন্ডার পাব কোথায় ? ইংরেজী হলে নাহয় কথা ছিল, আর বাংলায়.....??? স্বাভাবিকভাবে সেটা হয়ে উঠেনি। তাই বলে কি আর জানা হবে না ?
সেই ঝামেলা এখন আর নেই। আপনি যদি খ্রীষ্টাব্দের কোন তারিখ বঙ্গাব্দে দেখতে চান তবে ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন http://blog.pallab.com/file.axd?file=PCCDateConverterSetup.exe থেকে। একইভাবে বাংলা থেকে ইংরেজী তারিখে কনভার্ট করতে পারেন।
সফটওয়্যার ডাউনলোড করতে না চাইলে অনলাইন থেকেও কাজটা করা যায়। সেটা করতে চাইলে ক্লিক করুন http://www.pallab.com/services/bangladateconverter.aspx এ।
No comments:
Post a Comment