admaya

পৃষ্ঠাসমূহ

Sunday, September 26, 2010

নতুন অভ্র’তে ইউনিবিজয় ব্যবহার করবেন যেভাবে

বিজয়ের জব্বার আংকেল ও অভ্র'র মেহেদী হাসান-এর মধ্যে বিরোধ মিটে গিয়েএকটি চুক্তি হয়েছে। আর সে চুক্তি অনুযায়ী অভ্র'র নতুন ভার্সনে ইউনিবিজয় কীবোর্ড লেআউটটি বাদ দেয়া হয়েছে। যারা ফোনেটিক ব্যবহার করেন তাদের ক্ষেত্র কোন সমস্যা না কিন্তু যারা বিজয়ের ব্যবহারকারী ছিলেন অভ্রতে শিফট করে একটি কমপর্টেবল লেআউট হিসাবে ইউনিবিজয়কে আকড়ে ধরেছিলেন তাদের জন্য এই লেআউটটি না থাকা মানে ব্লগিং ভুবনে অন্ধকারে পড়ে যাওয়া।
অন্য একটি লেআউট আয়ত্বে আনতেও সময় লাগবে। তাই যারা অভ্র’র নতুন ভার্সন আপডেট করেছেন বা নতুন করে ইনস্টল করেছেন তারা ইতিমধ্যেই দেখে থাকবেন যে, আগে অভ্র’র যে ইউনিবিজয় ল-আউটটা ছিল সেটা এখন আর নেই। কিন্তু ইউনিবিজয় ছাড়া অন্য লেআউট ব্যবহার করা আপনার পক্ষে কষ্টসাধ্য। তাই অভ্র’র নিজস্ব লে-আউট ক্রিয়েটর দ্বারা তৈরী করে নিতে পারেন আপনার নিজের মতো করে একটি নতুন লে আউট। আর যদি সেটা কঠিন মনে হয় তাহলে পুরাতন অভ্র’র রিমুভ করার আগে C:\Program Files\Avro KeyBoard\Keyboard Layouts এ যান, সেখানে অভ্র’র সবগুলি লেআউট দেখতে পাবেন। সেখান থেকে UniBijoy.avrolayout ফাইলটি কপি করে আপনার কম্পিউটারের অন্য যে কোন ড্রাইভে রেখে দিন। তারপর নতুন অভ্র ইনস্টল করুন। অতঃপর কপি করে রাখা ফাইলটি ঠিক আগের মতো নির্ধারিত লোকেশনে গিয়ে UniBijoy.avrolayout ফাইলটি পেস্ট করে বেরিয়ে আসুন। অভ্র কে রিস্টার্ট দিন অথবা আপনার পিসিটিকে রিবুট করুন। দেখবেন ইউনিবিজয় আবার যথাস্থানে ফিরে এসেছে।
পুরাতন অভ্র না থাকলে এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন অভ্র’র ইউনিজয় লেআউটটি।
এই লে-আউটটি কাজ না করলে এখান থেকে Downloadকরে নিন

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers