admaya

পৃষ্ঠাসমূহ

Saturday, October 23, 2010

উইন্ডোজ সেভেনে হিডেন এডমিনিস্ট্রেটর একাউন্ট এনাবেল করুন

আপনিই তো আপনার পিসির প্রধান এডমিনিস্ট্রেটর একাউন্ট হোল্ডার তাই না? তাহলে আপনারো কেন বারবার রান এজ এডিমিস্ট্রেটর হিসেবে বিভিন্ন প্রোগ্রাম চালানো লাগে? কখনো মনে এই প্রশ্ন এসেছে কি? যদি এসে থাকে তাহলে এর উত্তর হচ্ছে- হ্যা, আরেকটি এডমিন একাউন্ট আছে যেটি আমরা সাধারণ উপায়ে দেখতে পারি না। এখন সেটিকে এনাবেল করলেতো অনেক ঝামেলা থেকেই বাচা যায় তাই না? আসুন তো উপায় খুজে বের করি-
>> স্টার্ট মেনুর রানে গিয়ে নিচের কমান্ডটি লিখুন-
net user administrator /active:yes
>> খেলা কিন্তু শেষ! এখন লগ অফ করুন আর দেখুন এডমিনিস্ট্রেটর নামের আরেক ভদ্রলোক আপনার একাউন্টের পাশে স্থান করে নিয়েছেন।
>> এবারে যদি এডমিনিস্ট্রেট ব্যাটাকে বেশিদিন সহ্য করতে না পারেন তাহলে রান কমান্ডে নিচের লাইনটি লিখে এন্টার দিলেই হবে-
net user administrator /active:no

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers