admaya

পৃষ্ঠাসমূহ

Monday, October 10, 2011

ফেসবুক টাইমলাইন ভিউ যেভাবে পাবেন


ফেসবুকের নতুন লুক ফেসবুক টাইমলাইন।
নতুন এই ফিচারের মাধ্যমে যেকোন ব্যাবহারকারী তার ফেসবুকের সব ইতিহাস তার প্রোফাইলে দেখতে পারবেন। চাইলে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবেন।
আমরা জানি যে, ফেসবুকে কিছু পরিবর্তন আসলে সেটা আমাদের প্রোফাইলে আসতে আসতে অনেক সময় লেগে যায়। বর্তমানে প্রায় ৮০কোটি সক্রিয় ইউজার থাকায় একসাথে সবার প্রোফাইল পরিবর্তন করা ফেসবুকের পক্ষে সম্ভব না হওয়ায় আস্তে আস্তে পরিবর্তন করে। কিন্তু ফেসবুকের জন্য বসে না থেকে আপনি চাইলে এখনই ফেসবুক টাইমলাইন নিজের একাউন্টে এক্টিভেট করে নিতে পারবেন।
যেভাবে একটিভেট করবেনঃ 
১ প্রথমে ফেসবুকে লগ ইন করুন আপনার আইডি দিয়ে।
ফেসবুক ডেভেলপার এই লিঙ্কে গিয়ে Allow বাটনে ক্লিক করুন।
৩ Allow করার পর একটি পেইজ আসবে যেখানে Create New App অপশনে ক্লিক করুন।
৪ ক্লিক করলে একটি বক্স আসবে যেখানে আপনার নিজের ইচ্ছা মত (unique word যা মন চায় তাই দিবেন) Display Name, Namespace দিয়ে “I agree to the Platform Privacy Policy” তে ক্লিক করে Continue করবেন।
৫ এরপর একটি বক্স আসবে সেখানে সিকিউরিটি চেক বক্সের ভিতর যেই ইংরেজি লিখাটি আছে সেটা টাইপ করে submit বাটনে ক্লিক করবেন।
৬ এরপর একটি পেইজ আসবে যা উপরের বাম দিকে Open Graph এ ক্লিক করুন।
৭ এরপর নতুন একটি পেইজ আসবে।এখানে টেস্ট একশন হিসেবে people can বক্সে watch a movie যেকোন একটি লিখে Get Started এ ক্লিক করুন।
৮ এখন একটি পেইজ আসবে যেখানের সবচেয়ে নীচে save and next অপশনের ক্লিক করবেন।
৯ পুনরায় save and next অপশনে ক্লিক করবেন।
১০ এবার save and finish অপশনে ক্লিক করুন।
১২ http://www.facebook.com লিঙ্কে ফিরে যান।
১৩ হোমপেইজের উপরে একটি বক্স আসবে Get it now ক্লিক করুন
১৪ এরপর যদি সরাসরি টাইমলাইন ট্যাবে চলে যায় তাহলে বুঝতে হবে আপনি সফলতার সাথে ফেসবুক টাইমলাইন একটিভেট করেছেন।
১৫ এখন আপনার প্রোফাইলে ক্লিক করেই পেয়ে যাবেন ফেসবুকের একেবারে নতুন ফিচার ফেসবুক টাইমলাইন।

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers