জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম নষ্ট থাকলে বা সিডি/ডিভিডি রম না থাকলে উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। সে ক্ষেত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরি কার্ড ইত্যাদি) দ্বারাও উইন্ডোজ ইনস্টল করা যায়।