admaya

পৃষ্ঠাসমূহ

Thursday, September 23, 2010

সব প্রোগ্রাম ঠিক রেখে কম্পিউটার বন্ধ করুন

সাধারণত অনেক সময়ে একসঙ্গে একাধিক প্রোগ্রামে কাজ করার সময় দ্রুত কম্পিউটার বন্ধের

প্রয়োজন হয়। যাকে হাইবারনেশন বলে। হাইবারনেশন হলো উইন্ডোজের একটি বৈশিষ্ট্য। উইন্ডোজ

চলন্ত অবস্থায় যদি সব প্রোগ্রাম একই অবস্থায় রেখে কম্পিউটার বন্ধ করতে হয়, তখন হাইবারনেশন

ব্যবহার করা হয়। এতে সব প্রোগ্রাম সংরক্ষণ (সেভ) হয়ে কম্পিউটার বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী

সময়ে সব চালু করা প্রোগ্রাম রিস্টোর হবে। হাইবারনেশন চালু করার জন্য আপনার কম্পিউটারের

অ্যাডমিনিস্ট্রেটরে ঢুকুন (লগ-ইন)। এবার Start বাটনে ক্লিক করে Control Panel-এ যান।

এবার Control Panel থেকে Power-এ যান। এবার যে উইন্ডোটা খুলবে, সেখান ওপরের দিকে

বেশ কিছু ট্যাব থেকে হাইবারনেট ট্যাবে ক্লিক করুন। তবে আপনার উইন্ডোজ হাইবারনেশন অপশন

সমর্থন না করলে হাইবারনেশন ট্যাব থাকবে না। যখন হাইবারনেট ট্যাবে আসবে তখন Enable

hibernation নামের চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Apply করে Ok করে হাইবারনেশন সক্রিয়

করুন। এবার কম্পিউটারে হাইবারনেশন চালু করতে Start button এ গিয়ে Turn off

Computer-এ ক্লিক করুন। যখন Turn off Computer ডায়ালগ বক্স আসবে তখন

কিছুক্ষণের জন্য Shift চেপে ধরুন। দেখবেন Stand By এর জায়গায় Hibernate এসে গেছে।

এই বার হাইবারনেশন করার জন্য এই Hibernate-এ ক্লিক করুন।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers