admaya

পৃষ্ঠাসমূহ

Thursday, September 23, 2010

মাউস ছাড়া ফায়ারফক্সে ব্রাউজ করা

অনেক সময় মাউস নষ্ট হলে বা অন্য কারণে মাউস ছাড়া কম্পিউটার ব্যবহার

করা লাগতে পারে। যে কারণেই হোক না কেন মাউস ছাড়া ইন্টারনেট ব্রাউজ

করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। আপনি যাদি ফায়ারফক্সে ব্রাউজ করে থাকেন

আর মাউসলেস এ্যাড-অন্সটি

ইনস্টল করা থাকে তাহলে সহজেই যেকোন লিংকে ঢুকতে পারবেন

যা মাউস ক্লিক করার বিকল্প হিসাবে কাজ করবে। এজন্য মূল 

সাইট

www.mouseless.de 

বা

https://addons.mozilla.org/en-US/firefox/addon/879 
থেকে ৭২ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন। এবার

ফায়ারফক্সটি পুনরায় চালু করে দেখুন প্রতিটি লিংকের ডানে সংখ্যা

এসেছে। এখন উক্ত লিংকে একই উইন্ডোতে ঢুকতে Ctrl কী

চেপে উক্ত সংখ্যা চাপুন, নতুন ট্যাবে ঢুকতে Alt কী চেপে উক্ত

সংখ্যা চাপুন এবং Ctrl+ Alt কীদ্বয় একসাথে চেপে উক্ত সংখ্যা

চাপলে নতুন উইন্ডোজে সাইটটি খুলবে। আপনি চাইলে

(Ctrl+Shift+Alt+M চেপে) মাউসলেস ব্রাউজিং অপশন থেকে

এসব কী বা অনান্য তথ্য পরিবর্তন করতে পারেন।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers