admaya

পৃষ্ঠাসমূহ

Tuesday, November 9, 2010

আপনার পিসির হার্ডডিস্ক কেমন আছে চেক করুন


কম্পিউটার চালাচ্ছেন। ইউপিএস নাই, কারেন্ট চলে যাচ্ছে বারবার। ইউপিএস থাকলেও ব্যাকআপ দেয় না মাঝে মাঝে। এরকম কত ঝড় তুফান বয়ে যাচ্ছে হার্ডডিস্কের ওপর দিয়ে। আপনি হয়তো বুঝতেই পারেন না। এভাবে চলতে থাকলে হার্ডডিস্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একদিন হঠাৎ করে ক্র্যাশ করে।তাই সময় থাকতে দেখে নিন হার্ডডিস্কের শারীরিক অবস্থা কেমন আছে। খারাপ হতে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নিন। এতে ডেটা লসের হাত থেকে বেঁচে যাবেন।
এটা রান করে হার্ডডিস্ক সিলেক্ট করলে হেলথ দেখতে পাবেন।
এটা রান করে SMART সিলেক্ট করেন। তারপর দেখেন সব Attribute Name এর পাশে সবুজ আইকন আছে কি না। সবুজ থাকলে ঠিক আছে। হলুদ হলে সমস্যা আছে তবে গুরুতর কিছু না। লাল হলে তো বুঝতেই পারছেন।
তাছাড়া দুইটাতেই আরো অনেক অপশন আছে। এগুলা দেখলেই বুঝবেন।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers