বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ রচনাবলী পাওয়া যাবে ইন্টারনেটে। প্রয়োজনে এই রচনাবলী কপি করা যাবে।
ই-মেইলেও পাঠানো যাবে অন্যের কাছে।সাইটটির ঠিকানা—www.rabindra-rachanabali.nltr.org।
থাকছে প্রথম শব্দ ধরে অনুসন্ধানের সুযোগ, বর্ণানুক্রমিক সূচি, সাইট সহায়িকা ইত্যাদি। শুধু তাই নয়, কোনো একটি শব্দ ধরেও সন্ধান করা যাবে এখানে। রচনাবলীর যেকোনো অংশ প্রয়োজনে কাউকে ই-মেইলে পাঠানো যাবে। পুরো সাইটে ইউনিকোড ৫.০ সমর্থিত বাংলা ব্যবহার করা হয়েছে। এর প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত রাখা হয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাস, গল্প, নাটক, গান, কবিতা, প্রবন্ধ, গানের স্বরলিপি ইত্যাদি থাকছে এই সাইটে।
No comments:
Post a Comment