admaya

পৃষ্ঠাসমূহ

Thursday, October 28, 2010

উইন্ডোজ এর অপ্রয়োজনীয় ব্যাকআপ মুছে ফেলা

উইন্ডোজ এর  কিছু কিছু সফটওয়ার আছে,যাতে কিছু কাজ করলেই স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরি করে রাখে,যা হার্ডডিস্কের জায়গা কমিয়ে ফেলে এবং মেমোরিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।এ জন্য এসব  অপ্রয়োজনীয় ব্যাকআপ দূর করলে যেমন ডিস্কের জায়গা বেঁচে যায়,তেমনি মেমোরির ওপর চাপও কমে।ফলে কম্পিউটারের গতি বাড়ে।

এ জন্য কম্পিউটারের Search  অপশনে যান এবং  *.bac,  *.bak,  *.bck,   *.bk!,   *.bk$  একে একে লিখে ফাইলগুলো খুঁজে খুঁজে মুছে ফেলুন।দেখবেন আপনার কম্পিউটারের গতি বেড়ে গেছে।

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers