ব্যাপারটা হয়ত অনেকেই জানেন, তবুও শেয়ার করলাম যারা জানেন না, তাদের জন্য। কয়েকটি আগেই জানতাম, কিন্তু অধিকাংশই জানতাম না।
আপনার অপারেটিং সিস্টেমস যদি উইন্ডোজ হয় তবে আপনি ইচ্ছা করলেও নিচের নামগুলি দিয়ে ফোল্ডার তৈরী করতে পারবেন না।
যেমনঃ con, nul, prn, aux, com1, com2, com3, com4, com5, com6, com7, com8, com9, lpt1, lpt2, lpt3, lpt4, lpt5, lpt6, lpt7, lpt8, lpt9 সহ আরো কিছু। চেষ্টা করে দেখুন আসলেই পারা যায় কি না? পারলে জানাবেন প্লিজ।
No comments:
Post a Comment