আমরা প্রতিদিন অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট এ যাই, তার মধ্যে কিছু আমাদের ভাল লাগে, কিছু আবার পেজ লোড হবার আগেই cancel করে দেই। এর মধ্যে কিছু ওয়েবসাইট থাকে, যেগুলো পরে আবার কাজে লাগতে পারে। এ জন্য সব ব্রাউজারেই bookmark অপশন টি থাকে।
1. যে কোন ওয়েব সাইট লোড হবার পর ফায়ারফক্স থেকে নিচের মত করে খুব সহজেই বূকমার্ক করে রাখতে পারেন।
2. Done এ ক্লিক করুন
3. লোড করার জন্য ফায়ারফক্স ওপেন করে bookmark থেকে যে নামে done করেছেন ওপেন করুন।
1. যে কোন ওয়েব সাইট লোড হবার পর ফায়ারফক্স থেকে নিচের মত করে খুব সহজেই বূকমার্ক করে রাখতে পারেন।
2. Done এ ক্লিক করুন
3. লোড করার জন্য ফায়ারফক্স ওপেন করে bookmark থেকে যে নামে done করেছেন ওপেন করুন।
ফায়ারফক্সে বুকমার্ক অতঃপর রিষ্টোর Tutorial
4. অনেক গুলো সাইট Bookmark করা হয়ে গেলে আপনি Bookmark গুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন, কেননা উইন্ডোজ সেটাপ দিলে Bookmark গুলো চলে মানে হারিয়ে যাবে। দেখুন-
ছবির মত ক্লিক করুন বা (Ctrl + Shift + B) চাপুন
5. এরপর নিচের ছবির মত ইমপোর্ট & ব্যাকাপ এ ক্লিক করে ব্যাকাপ দিন
6. ফাইলটি C ড্রাইভ ছাড়া অন্য কোনও ড্রাইভ এ সেভ করুন, লক্ষ্য করুন ফাইল ফর্ম্যাটটি কিন্তু json
** নতুন করে উইন্ডোজ সেটাপ দিলে ফায়ারফক্স ইন্সটল করুন , এবং
ছবির মত ক্লিক করুন বা (Ctrl + Shift + B) চাপুন
No comments:
Post a Comment