admaya

পৃষ্ঠাসমূহ

Sunday, November 7, 2010

ফেসবুক থেকে ছবির এলবাম ডাউনলোড করুন


ফেসবুকে একে একে হয়তো অনেক ছবির অ্যালবাম আপনি তৈরি করে ফেলেছেন একেক অ্যালবামে বেশ কয়েকটি করে ছবিও রেখেছেন কিন্তু এখন আপনি একসঙ্গে আর সেই ছবির অ্যালবাম কম্পিউটারে নামাতে পারছেন না, কিংবা আপনার কোনো বন্ধুর প্রোফাইল থেকে ছবির অ্যালবাম নামাতে চাইছেন কিন্তু একবারে তা আর পারছেন না নামাতে গেলেই একটা একটা করে নামাতে হচ্ছে
কিন্তু
আপনি চাইলেই এখন এই কাজ করতে পারবেন এর জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসপ্যাড নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন প্রোগ্রামটি ইনস্টল করা হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন এবার ফেসবুকে ঢুকে আপনার নিজের প্রোফাইলে প্রবেশ করে Photos ট্যাবে গিয়ে যে অ্যালবামটি আপনি নামাতে চান, সেটি না খুলে অ্যালবামের নামের ওপর ডান ক্লিক করুন এখানে ‘Download album with FacePAD’ নামের অপশনটিতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers