admaya

পৃষ্ঠাসমূহ

Friday, September 10, 2010

এখন সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার “এপিক”

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার “এপিক” । ব্রাউজার হিসাবে আমরা অনেকেই ইন্টারনেট এক্সপ্লোরার, কমেটবার্ড, ফায়ারফক্স, অপেরা, গুগুলক্রোম প্রভৃতি ব্যবহার করি। এরা ব্রাউজার হিসাবে সবই ভালো। তবে দ্রুতগতির দিক থেকে সকলে এক নয়। কোনটা লোড হতে সময় বেশী নেয় , আবার কোনটা দ্রতগতিতে লোড হয় । ফায়ারফক্সের সকল এডঅন এপিক এ ইনস্টল করা যায়। আপনার নেট স্পীড যদি স্লো হয় , তাহলে আপনি একবার এপিক ব্যবহার করে দেখতে পারেন। এখন অনেকেই এপিক ব্যবহার করছেন, আশাকরি আপনার ভাল লাগবে। ভারত প্রথমবারের মতো নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করল। 'এপিক’ নামের ব্রাউজারটি তৈরি করেছে সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান হিডেন রিফ্লেক্স। ওপেন সোর্সভিত্তিক ব্রাউজার মজিলা ফায়ারফক্স কোডিংয়ের ওপর ভিত্তি করে এপিক তৈরি করা হয়েছে। এপিকের সাইডবারের মাধ্যমে ব্যবহারকারীরা ভারতীয় গান, জিমেইল , ইয়াহু মেইল , ভিডিও , সংবাদপত্রের আপডেট, সরাসরি টেলিভিশন সংবাদ, ক্রিকেট স্কোর, আরো অনেক কিছুর আপডেট দেখতে পাবেন। নিজে ব্যবহার করলে অনেক কিছুই আপনার চোখে পড়বে । এটা মুলত ভারতের বিশাল জনসংখ্যার কথা চিন্তা করেই নিজেদের জন্য তৈরি করেছে এবং অন্যান্য থিম ছাড়াও দেড় হাজারের বেশি ভারতীয় থিম থেকে পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ আছে। ভারতের আঞ্চলিক ১২টি ভাষা সমর্থন করে ইপিক। ব্রাউজারটি www.epicbrowser.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। তবে এটা পরিষ্কার বলা যায় ফায়ারফক্স এর সকল সুযোগ–সুবিধা এপিক এ আপনারা পাবেন ।
এছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা আছে ;আবিস্কার করুন।

Discover Epic Browser

No comments:

Post a Comment

Page Navigation

like

এই ব্লগটিতে সন্ধান করুন

Followers